আমরা কতদিন পর ভুলে যাবো মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা

হৃদয় হোসাইন : উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিশু হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি এখন সারাদেশে মূল আলোচনা সমালোচনার বিষয়। সবার মুখে মুখে এই ঘটনা কেন্দ্রিক আলোচনা। এত আলোচনা বিশ্লেষণের কতদিন পর আমরা ভুলে যাবো এই হতাহতের ঘটনা। আমার ভুলে যাবো ঠিক যেভাবে ভুলে গেছি সাভারের রানা প্লাজারের ঘটনা। শহরে নতুন কোনো বড় চাঞ্চল্যকর খবর তৈরি হওয়ার আগে পযন্ত আমরা মনে রাখবো এই বিমান বিধ্বস্তের ঘটনা। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা নিচে ডেবে যায়। সাধারণ জনগণ, সেনাবাহিনী,পুলিশ,র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়। ভবনটিতে পোশাক কারখানা,একটি ব্যাংক এবং একাধিক অন্যান্য দোকান ছিল,সকালে ব্যস্ত সময়ে এই ধসের ঘটনাটি ঘটে। এ দূর্ঘটনায় ১১২৯ জন শ্রমিক নিহত এবং ২৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়। নিখোঁজ রয়েছে ৯৯৬ জন। যা বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। ২০১৩ সালের ২৩ এপ্রিল ফাটল নিশ্চিত হওয়ার পর ভবন ছেড়ে চলে যেতে বলা হচ্ছে সত্ত্বেও। সুপারভাইজার ভবন...