সাঁথিয়ায় অভিযানে সাবিনকো ইউনানী ল্যাবরেটরি সীলগালা
হৃদয় হোসাইন: পাবনার সাঁথিয়া উপজেলার চক কোনাবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এর নেতৃত্বে সাবিনকো ইউনানী ল্যাবরেটরিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অনিয়ম ও অসঙ্গতি ধরা পরে। প্রতিষ্ঠানটির কাগজপত্র ও লাইসেন্সের পরিস্থিতি পরীক্ষা করা হলে। দেখা যায়, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। যা উক্ত ব্যবসার বৈধতা প্রশ্নবিদ্ধ করে। তার পাশাপাশি,ব্যবহৃত DAR নাম্বারের রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ। এছাড়া,প্রতিষ্ঠানটির কাছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং লাইসেন্সে কিউসি (Quality Controller) কর্মকর্তার নাম থাকলেও,তিনি বাস্তবে প্রতিষ্ঠানটিতে কর্মরত নেই। এসব অনিয়ম হওয়ার কারনে সাবিনকো ইউনানী ল্যাবরেটরিটি সীলগালা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে সাঁথিয়া থানা পুলিশ সহযোগিতা করেন। রিজু তামান্না জানান প্রতিষ্ঠানটির দীর্ঘদিন অতি গোপনে ঔষধ প্রস্তুত ও বাজারজাত করে আসছে যেটা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য। জনস্বাস্থ্যের সুরক্ষা এই ধরণের গুরুতর অনিয়ম স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো কার্যক্রমের জন্য অভূতপূর্ব ঝুঁকি তৈরি করে,যা মানুষের জীবন ও স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে। জনস্বার্থে ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে এমন অভিযান চলমান থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন