ডিবির অভিযানে প্রবীণ অধ্যাপকের উপর হামলা ও ডাকাতির মূল হোতা গ্রেফতার
পাবনা সংবাদদাতা: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে পাবনার প্রবীণ অধ্যাপক জহরলাল বসাক তুলসী স্যারের বাসায় সংঘটিত দস্যুতা মামলার মূল হোতা গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার। রবিবার (২৭ জুলাই) সকালে পাবনা সদর থানাধীন শিবরামপুর এলাকায় সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক জহরলাল বসাক তুলসী ব্যক্তিগত কাজে বাসার বাহিরে গেলে সুযোগে দুইজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত রান্নাঘরের দরজা দিয়ে প্রবেশ করে। তারা বাসায় একা থাকা কাজের বুয়াকে হাত-পা বেঁধে মুখ টেপ দিয়ে শ্বাসরোধ করে। আলমারী ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার (৫টি স্বর্ণের আংটি) ও নগদ টাকা লুণ্ঠন করে। পরবর্তীতে ভিকটিম বাড়িতে প্রবেশ করলে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ এর ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর দিকনির্দেশনায়। ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম ও এসআই (নিঃ) অসিত কুমার বসাকসহ জেলা গোয়েন্দা শাখা,পাবনার চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় এবং অনুসন্ধানী কৌশল অবলম্বন করে। দুইদিন পাবনা ও ঢাকা মেট্রোপলিটন এলাকায় অভিযানের পর ঘটনার মূল হোতা ও পরিকল্পনাকারী আয়ান ইসলাম ওরফে জয় (২১) কে ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়। পুলিশের তদন্তে জানা যায়,ভিকটিম একা থাকার সুযোগে আসামী জয় এবং তার ছোট ভাই বিজয় সরকার (১৪) মিলে দস্যুতার পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে। গ্রেফতারকৃত আসামী পাবনা সদরের দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত নিত্যানন্দ সরকার নিতাই এর ছেলে আয়ান ইসলাম জয়।আসামির নিকট থেকে উদ্ধার করা হয়,দুইটি মোবাইল,নগদ টাকা,দস্যুতায় ব্যবহৃত একটি চাকু,সহ অন্যান্য জিনিস। আসামী বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন। প্রবীণ অধ্যাপকের উপর হামলার ঘটনায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানান এবং শহরের আব্দুল হামিদ রোডে একাধিক ব্যানারে মানববন্ধন করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন