শহীদদের গণ কবরের উপর দিয়ে হাঁটছেন দর্শনার্থীরা


নিজস্ব সংবাদদাতা
: সাপ্তাহিক ছুটির দিন সহ প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সাভারের জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে প্রায় দশটি গণকবর রয়েছে,যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের মরদেহ সমাহিত করা হয়েছে। এই গণকবরগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ও আত্মত্যাগের প্রতীক হিসেবে চিহ্নিত। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভার নবীনগরে অবস্থিত। স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের নিদর্শন বহন করে। ১৯৭১ এর ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। এর নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত। নিরাপত্তা কর্মীদের অবহেলায় দর্শনার্থীরা এই গণ কবর গুলোর উপর জুতা পায়ে হেঁটে নিজেদের ছবি তুলছেন। শহীদদের প্রতি  অবমাননা করা হচ্ছে। কবরের উপর হাঁটার বিষয় ইসলাম বলছেন,কারোর কবরের উপর হাঁটা বা বসা কবীরা গুনাহ্ এবং হারাম। আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,"তোমাদের কেউ জ্বলন্ত অঙ্গারের উপর বসলে তার কাপড় পুড়ে যদি তা চামড়া পর্যন্ত পৌঁছে যায় তাও তার জন্য অনেক ভালো কারোর কবরের উপর বসার চাইতে"। (মুসলিম ৯৭১; ইবনু মাজাহ্ ১৫৮৮)। ২৫ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে উপচে পড়া দর্শনার্থীর ভিড়ে এ দৃশ্য ক্যামেরা বন্দী করা হয়। বেশ কয়েকজন দর্শনার্থী ও একজন পেশাদার ফটোগ্রাফার তাদের নিষেধ করেন গণ কবরের উপর উঠতে। গণ কবর গুলোর পবিত্রতা রক্ষায় কোনো নিরাপত্তা কর্মীকে দেখা যায়নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেড়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা ভোগান্তির শিকার অর্ধশত পরিবার

আমরা কতদিন পর ভুলে যাবো মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা

সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন আটক