সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেপ্তার



পাবনা সংবাদদাতা: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা  ডিবি পুলিশ। শনিবার (৯ আগস্ট) ভোর রাতে ৫টার দিকে বগুড়া শহরের চার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফরা গ্রামের ফজর আলীর ছেলে। করমজা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয় এমপির আস্থাভাজন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারত আশ্রয় নেওয়ার পর থেকে আরিফুল এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছিল। গণঅদ্ভুত্থানের পর ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়,ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন,দেয়াল লিখন সহ কেন্দ্রীয় কর্মসূচি গুলোতে সে গোপনে নেতৃত্ব দিচ্ছিলেন। পরিবার সূত্র জানান,সে ঢাকায় অবস্থান করছিল। হঠাৎ ব্যাক্তিগত কাজে বগুড়া যায় সে। কিছু মানুষ মব সৃষ্টি করে তাকে পুলিশ ধরিয়ে দেন। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ সকালে তাকে আনতে বগুড়াতে পুলিশ পাঠানো হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেড়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা ভোগান্তির শিকার অর্ধশত পরিবার

আমরা কতদিন পর ভুলে যাবো মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা

সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন আটক