পাবনায় ব্যাংকে ঢুকে ভাংচুর,ম্যানেজারকে মারধর করায় যুবদলের আহ্বায়ক গ্রেফতার


পাবনা সংবাদদাতা
: পাবনায় ব্যাংকে ঢুকে ম্যানেজারকে আহত এবং ব্যাংক ভাংচুরের ঘটনায় মামলার প্রধান আসামী লোকমান হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। শনিবার ২ আগস্ট রাতে তাকে গ্রেফতার করে র‍্যাব-১২ পাবনা।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাটমোহর ফৈলজানা শাখায় ব্যাংকে ভাঙচুর করার অভিযোগ। ফৈলজানা ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ঋণ খেলাপী মামলা করায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মীদের মারধর করেন। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আহত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় যুবদল আহ্বায়ক লোকমান হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (১ আগস্ট) দিনগত রাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লোকমান হোসেন কে দল থেকে বহিষ্কার করে। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়,দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও যুবদলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। জানা যায়,২০১৮ সালে কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। এ ঋণ প্রতিবছর নবায়ন করতে হয়। কিন্তু গত দুই বছর ধরে তিনি এ ঋণ সময়মত নবায়ন করেননি। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ঋণ নবায়ন না করলে ব্যাংকের নিয়মানুযায়ী তিনি ঋণ খেলাপী হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারেন। সেই হিসেবে সময়মতো ঋণ পরিশোধ না করায় ব্যাংকের নিয়ম মেনে ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে গত ২৫ মে পাবনার অর্থ ঋণ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে তার বাহিনী নিয়ে ব্যাংকে ঢুকে ভাংচুর করে ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেড়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা ভোগান্তির শিকার অর্ধশত পরিবার

আমরা কতদিন পর ভুলে যাবো মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা

সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন আটক