পাবনায় বিএসএস শিক্ষা ক্যাডারদের মানববন্ধন

পাবনায় বিএসএস শিক্ষা ক্যাডারদের মানববন্ধন



পাবনা সংবাদদাতা: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বাতিল ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবীতে সারা দেশের ন্যায় পাবনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিএসএস জেনারেল এডুকেশন এসোশিয়েশন। বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আশরাফ আলী, ড. মো: শফিকুল ইসলাম, মো: কামরুজ্জামান, মো: আলী আজমল, মো: কাওছার হোসেন, মো: শফিউল আলম ও মো: খাইরুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন প্রশাসন সংস্কার কমিশন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে যে বাতিলের সুপারিশ করেছেন তারা তার তীব্র প্রতিবাদ জানান।এছাড়াও উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করার সুপারিশ করেন। অবিলম্বে তাদের এই দাবী না মানা হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেড়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা ভোগান্তির শিকার অর্ধশত পরিবার

আমরা কতদিন পর ভুলে যাবো মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা

সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন আটক