পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেপ্তার

ছবি
পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা  ডিবি পুলিশ। শনিবার (৯ আগস্ট) ভোর রাতে ৫টার দিকে বগুড়া শহরের চার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফরা গ্রামের ফজর আলীর ছেলে। করমজা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয় এমপির আস্থাভাজন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারত আশ্রয় নেওয়ার পর থেকে আরিফুল এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছিল। গণঅদ্ভুত্থানের পর ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়,ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন,দেয়াল লিখন সহ কেন্দ্রীয় কর্মসূচি গুলোতে সে গোপনে নেতৃত্ব দিচ্ছিলেন। পরিবার সূত্র জানান,সে ঢাকায় অবস্থান করছিল। হঠাৎ ব্যাক্তিগত কাজে বগুড়া যায় সে। কিছু মানুষ মব সৃষ্টি করে তাকে পুলিশ ধরিয়ে দেন। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ সকালে তাকে আনতে বগুড়াতে পুলিশ পাঠানো হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে...

পাবনায় ব্যাংকে ঢুকে ভাংচুর,ম্যানেজারকে মারধর করায় যুবদলের আহ্বায়ক গ্রেফতার

ছবি
পাবনা সংবাদদাতা : পাবনায় ব্যাংকে ঢুকে ম্যানেজারকে আহত এবং ব্যাংক ভাংচুরের ঘটনায় মামলার প্রধান আসামী লোকমান হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। শনিবার ২ আগস্ট রাতে তাকে গ্রেফতার করে র‍্যাব-১২ পাবনা।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাটমোহর ফৈলজানা শাখায় ব্যাংকে ভাঙচুর করার অভিযোগ। ফৈলজানা ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ঋণ খেলাপী মামলা করায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মীদের মারধর করেন। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আহত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় যুবদল আহ্বায়ক লোকমান হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (১ আগস্ট) দিনগত রাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লোকমান হোসেন কে দল থেকে বহিষ্কার করে। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়,দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও যুবদলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাটমোহ...