বৃষ্টির পানিতে বেড়ায় জলাবদ্ধতা,অসহনীয় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: জলাবদ্ধতার কবল থেকে রেহাই পাচ্ছে না পাবনার বেড়া পৌর বাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় পৌরসভার নিম্নাঞ্চল। গতকাল কয়েকদিনের বৃষ্টিতেও তলিয়ে গেছে পৌরসভাধীন বিভিন্ন এলাকা। কোনো কোনো এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। জলাবদ্ধতা নিরসনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ছিলো না কোনো স্থায়ী পরিকল্পনা। মেয়র কাউন্সিলর কেউই এগিয়ে আসেনি তখন।খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতের কারণে পৌরসভার সানিলা,বনগ্রাম, হাতিগাড়া,সম্ভবপুর ডাকবাংলা,স্যান্ডেল পাড়া(ফকির প্লাজ),দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে হাটু সমান পানি জমেছে। কর্মজীবীরা কর্মস্থল হাট বাজার দোকানপাটে যেতে পারছেন না। পানিবন্দী অবস্থায় থাকছেন। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাওয়া থেকে বিরত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জলাবদ্ধতার ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ ছাত্র বলেন,‘আমার বাসার বারান্দায় পানি। পানির কারণে বাড়ি থেকে বের হতে পারছি না। রাস্তা তলিয়ে গেছে, ময়লা পানি সব জায়গায়। আগের মেয়র পানি নিষ্কাশনের জন্য কোনো কাজ করেনি।...